বাহরাইনে অনুষ্ঠিতব্য Inter-Parliamentary Union (IPU) এ্যাসেম্বেলিতে অংশগ্রহণ করতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড.শিরীন শারমিনের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধিদল বাহরাইনে পৌঁছেছেন।
শুক্রবার বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সহ প্রতিনিধিদলকে স্বাগত জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের দূতালয় প্রধান মো. মহিউদ্দীন কায়েছ, শ্রম সচিব মো. মাহফুজুর রহমান।
Inter-Parliamentary Union (IPU) এ্যাসেম্বলিতে অংশগ্রহণ করতে বাংলাদেশের স্পীকারের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জাতীয় সংসদের পাঁচ জন সংসদ সদস্য সহ জাতীয় সংসদের সিনিয়র সচিব রয়েছেন।
উল্লেখ্য, ১১ থেকে ১৫ মার্চ ২০২৩ তারিখে বাহরাইনে অনুষ্ঠিতব্য ১৪৬তম IPU সভায় ১৪৩টিরও বেশি দেশের ১৭০০ জনেরও বেশি সদস্য অংশগ্রহণ করবেন। যেখানে বিভিন্ন দেশের স্পীকার, সংসদ সদস্য, আন্তর্জাতিক সংগঠন এবং সংসদীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ করবেন।
সিলেটভিউ২৪ডটকম/আশরাফ/ইআ-০৭