সিলেট মহানগর বিএনপির সম্মেলনে সভাপতি পদপ্রার্থী ছিলেন মিফতাহ সিদ্দিকী। তবে নাসিম হোসাইনের কাছে তিনি হেরে যান। হেরে গেলেও নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মিফতাহ সিদ্দিকী।
সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী মঙ্গলবার (১৪ই মার্চ) রাত ৭টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
‘গণতন্ত্র উত্তরণের পথে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই’ শ্লোগানে সহযোদ্ধা ও সহকর্মীদের উপস্থিতিতে মহানগর বিএনপি নেতা সালেহ আহমদ খসরুর পরিচালনায় বক্তব্য রাখেন মিফতাহ্ সিদ্দিকী।
বক্তব্যে মিফতাহ্ সিদ্দিকী নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, ‘বিগত দিনে রাজনৈতিক সকল আন্দোলন, সংগ্রামে আপনারা আমার পাশে ছিলেন, সাহায্য সহযোগিতা করেছেন। সদ্য কাউন্সিলে আপনারা যে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা দেখিয়েছেন তাঁর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আগামীতে গণতন্ত্র পুনঃরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও মৌলিক অধিকারের লড়াইয়ে আপনাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো ইন শা আল্লাহ। আমি সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ, ২৭টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে