হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা শুরু হয়েছে।
 

বুধবার সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন।
 


তিনি জানান, উপজেলার মাধ্যমিক ,মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ৫টি বিভাগে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা শুরু হয়েছে। উপজেলা থেকে যারা নির্বাচিত হবেন তারা জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ রয়েছে।
 

হবিগঞ্জ সদরের মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগন পরীক্ষকের দায়িত্ব পালন করেন।
 


সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০১