মৌলভীবাজারের কমলগঞ্জে ‘স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ,কে’র উদ্যোগে দরিদ্র ৩০পরিবারকে রমজানের উপহার প্রদান করা হয়।
বৃহস্পতিবার সাড়ে রাত ৮টায় সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ কার্যালয়ে এ উপহার প্রদান করা হয়েছে।
সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শামীম আকনলজি।
বিশেষ অতিথি ছিলেন- শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান গাজি, লাঘাটাছড়া পাবসস লি: সভাপতি সিদ্দিকুর রহমান।
বক্তারা প্রতিবছরের মতো এবারো স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ,কে এর নির্বাহী প্রধান, লন্ডন প্রবাসী কবি নূরজাহান শিল্পীর পক্ষ থেকে পবিত্র রমজান মাসে এ মানবিক কাজের জন্য ধন্যবাদ জানান।
সবশেষে দরিদ্র ৩০ পরিবারকে রমজানের উপহার প্রদান করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সোয়াবিন, ১ কেজি পিঁয়াজ, আধা কেজি চানা, আধা কেজি মসুর ডাল, আধা কেজি চিনি, ১ প্যাকেট সেমাই প্রদান করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-০৭