বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, সাবেক জাতীয় সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা মানবতার মা, তিনি মানবতার কল্যাণে কাজ করেন। ক্ষণস্থায়ী এ দুনিয়ায় কর্ম চিরস্থায়ী। মানবতার কল্যাণে শেখ হাসিনার অবদান আমাদেরকে বিবেক জাগ্রত করে অনুভব করতে হবে। মানুষের কল্যাণে তার অবদানের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখহাসিনার সরকারকে আবার নির্বাচিত করতে হবে।
 

নগরীর বাগবাড়িতে সিলেট জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 


সমাজসেবার আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ১৭৬ জন ব্যক্তিকে ৯ লক্ষ ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বুধবার (২৯ শে মার্চ) জেলা সমাজসেবা কার্যালয় সিলেট-এর উপপরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল।
 

সহকারী পরিচালক রফিকুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ নাজিম উদ্দিন।
 

সভাপতির বক্তব্য জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এ দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কল্যাণে ৫২ টি কর্মসূচির মাধ্যমে গৃহহীন, ভিক্ষুক, ছাত্রসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের জীবন মান উন্নয়নে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০