সুনামগঞ্জ জেলার দিরাইয়ের চরনারচর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় কলেজে উন্নীত হয়েছে। ২১ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ডর এক বৈঠকে এই প্রতিষ্ঠানটিকে কলেজে উন্নীত করার খবরে ভাটিঅঞ্চলে আনন্দের সৃষ্টি হয়েছে।
চরনারচর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রােটারিয়ান রাতুল চৌধুরী সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হওয়ায় ভাটি এলাকায় শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
তিনি বলেন, চরনারচর থেকে প্রায় ২০ কিলােমিটার দূরে কলেজ। এসএসসি পাশের পর অনেক মেয়েরা অর্থনৈতিক দৈন্যতার কারণে সেখানে গিয়ে পড়াশােনা করতে পারেনা। এ কলেজের ফলে মেয়েরা বাল্য বিবাহ থেকেও রক্ষা পাবে বলে আশাবাদী তিনি।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৯