ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ সিলেট। শুক্রবার (৭ এপ্রিল) সকালে গোপন তথ্যের ভিত্তিতে তুলাতলা এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাহিন শাহ (৫১) নামের একজনকে আটক করা হয়েছে। এসময় তার সাথে ১৯৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
গ্রেফতারকৃত মোঃ শাহিন শাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা মৃত সেকান্দার আলীর পুত্র।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (৭ এপ্রিল) সকালে র্যাব-৯, সিপিএসসি, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে ১৯৯ বোতল ফেনসিডিলসহ এই মাদক ব্যবসায়ীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।
পরবর্তীতে গ্রেফতারকৃত শাহিন শাহ এর বিরুদ্ধে মাদক বিরোধী মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/পল্লব-১৪