(প্রতীকী ছবি)

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর এলাকার সিলেট-ঢাকা মহাসড়কের পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত পাওয়া গেছে।


সিলেটভিউ২৪ডটকম / জাকারিয়া / ডি.আর