ইয়ং লাইট সোশ্যাল ক্লাবের উদ্দ্যোগে মাদ্রাসা ছাত্র ও এতিমদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মহানগরীর ৮ নং ওয়ার্ডের জামেয়া ইসলামিয়া গুয়াবাড়ি মাদ্রাসায় অর্ধ শতাধিক মাদ্রাসা ছাত্র ও এতিমদের সাথে নিয়ে ইফতার করে।
 

এসময় দোয়া পরিচালনা করেন এই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওয়ালী উল্লা।


এসময় উপস্থিত ছিলেন শিক্ষক মাওলানা আতিকুর রহমান, হাফেজ মাহফুজুর রহমান,এলাকার মুরুব্বি মকবুল হোসেন, ইয়ং লাইট সোশ্যাল ক্লাবের সভাপতি অমর চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মো. মাসুক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. তাহের হোসাইন, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার দাস, প্রচার সম্পাদক আব্দুর রহমান, ইকবাল আহমদ।

আয়োজকরা বলেন, আমরা সবসময়ই ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করছি।এরকম কাজ আমাদের অব্যাহত থাকবে। সমাজের বিত্তশালী ও সামর্থ্যবানরা আমাদের পাশে থাকলে আমরা আরো বেশি বেশি মানবিক কাজ করতে পারবো।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-১