সিলেট মহানগরে ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন তারে গাছ পড়ে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মহানগরের সাগরদিঘিরপাড়ে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কোনো বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে এসে স্থানীয়দের সহযোগিতায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। 


জানা যায়, রাত ১০ টার দিকে সিলেট মহানগরের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় মহানগরের সাগরদিঘিরপাড়ের শ্মশান ঘাটের সামনে একটি গাছ বিদ্যুৎ তারের মধ্যে পড়ে গেলে তৎক্ষণাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে এসে স্থানীয়দের সহযোগিতায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। 

তবে এ ঘটনায় কোনো বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিস সূত্র নিশ্চিত করেছে। 


সিলেটভিউ২৪ডটকম / শাহীন / ডালিম