পুরো রমজান মাস জুড়ে ছিল তীব্র দাবদাহ। রাত পোহালেই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের দুইদিন আগে ঝড়, শিলা, বৃষ্টির আনাগোনা সিলেটে। ঈদের আগের দিন বিকেলে প্রায় সারাদেশেই হয়েছে বৃষ্টিপাত। সেইসঙ্গে বয়ে গেছে দমকা হাওয়া। বৃষ্টির রাজত্ব চলবে আরও দিনকয়েক এমনটাই পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঈদুল ফিতরের দিনও বৃষ্টির এ ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে রয়েছে শিলা বৃষ্টি ‍ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও।


সিলেটে বৃষ্টি মাথায় নিয়ে যেতে হতে পারে ঈদগাহে। হতে পারে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি।  পূর্বাভাস বলছে, শনিবার (২২ এপ্রিল ভোর ৬টার পর থেকে সকাল ১০টা পর্যন্ত সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপর দিয়ে সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।

সবমিলিয়ে শনিবার (২২ এপ্রিল) সারা দেশে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে। ফলে টানা কয়েক দিন যে দাবদাহ বইছিল, তা শীতল হতে পারে।

সিলেটভিউ২৪ডটকম/পিডি