সুনামগঞ্জের হাওর ধান কাটা ও গরু ছড়ানোসহ বিভিন্ন কাজ করতে গিয়ে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বজ্রপাতে ৬ জন নিহত হয়েছে।
 

রবিবার সকাল ১০ টায় কালবৈশাখি ঝড়ের সময় ব্রজপাতের ঘটনা ঘটে।


এসময় জেলার তিন উপজেলায় ধান কাটা ও ধান শুকানোর সময় ৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরো দুজন।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গোলাঘাট হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রমজান মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে এসময় আহত হয়েছে একজন।

নিহত রমজান মিয়া উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন কুকুর কান্দি গ্রামের হাছন আলীর ছেলে ও আহত মোকিদ মিয়া(২৫)একেই গ্রামের আব্দুল হকের ছেলে।
 

অন্যদিকে, জেলার ছাতক উপজেলার কুড়িবিল হাওর ধান কাটাতে গিয়ে দুইজন ও গরু ছড়াতে গিয়ে একজন নিহত হয়েছে।

নিহতরা হলেন জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের হোসাম মিয়ার ছেলে মহিম মিয়া (১৩), বড়কাপন গ্রামের আরশ আলী (৬০), চরমহল্লা ইউনিয়নের চরদুর্লভ গ্রামের আব্দুস সামাদ (৪৫)।

এছাড়া জেলার দোয়ারা বাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রনভূমি গ্রামের মিলন মিয়া (১৪) ও তারা মিয়া (৩২) হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। বজ্রপাতের ঘটনায় তাহিরপুরে একজন ও দোয়ারাবাজারে আরো একজন আহত আছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 

বজ্রপাতে প্রাণহানীর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. এহসান শাহ। বজ্রপাতের ঘটনায় হাওরে আতঙ্ক বিরাজ করছে। মৃত্যু ঝুঁকি থাকায় হাওরে ধান কাটতে পারছেন না কৃষকরা।
 

বজ্রপাতে প্রাণহানির ঘটনায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, এখন যেহেতু বজ্রপাতের সময় সেহেতু আমরা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের মাইকিং করে জানাচ্ছি যাতে আবহাওয়া খারাপ হলে নিরাপদ স্থানে অবস্থান নেয়।


 

সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-০৪