মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের উদ্যোগে প্রেসক্লাব হলরুমে এ ঈদ পুনর্মিলনী হয়। ঈদ পুনর্মিলনীতে অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র ও কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক মো. জুয়েল আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও প্রাক্তন সাপ্তাহিক ধলাই পত্রিকার অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন, কবি ও রাজনৈতিক নেতা শহীদ সাগ্নিক, লেখক-গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক এড. সানোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, রিপোটার্স ইউনিটের সভাপতি পিন্টু দেবনাথ।
এ সময় আলোচনায় অংশ গ্রহন করেন কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, সাজিদুর রহমান সাজু, কামরুল হাসান মারুফ, সাব্বির এলাহী, নির্মল এস পলাশ, আব্দুল আহাদ, এম.এ.ওয়াহিদ রুলু, আসহাবুজ্জামান শাওন, আলমগীর হোসেন, পিন্টু দেবনাথ প্রমুখ।
পুনর্মিলনীতে সকল সাংবাদিকগনের স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, গান, কৌতুক ও সমসাময়িক বিষয় ও বস্তুনিষ্ট সাংবাদিকতা নিয়ে আলোচনা করা হয়। চা বাগান, বনাঞ্চল, পাহাড়-টিলা, পর্যটন সমৃদ্ধ ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ উপজেলার সার্বিক উন্নয়নে সমাজের অবহেলিত ও নিষ্পেষিত মানুষের অধিকার, রাস্তাঘাট ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম, দুর্ণীতির বিষয়ে সরেজমিনে সাহসী সাংবাদিকতার প্রতি ভূয়সি প্রশংসা করে এধরণের সংবাদ প্রকাশের প্রতি জোর দাবি জানান অতিথিবৃন্দরা।
সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-১৩