সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুড়িগাও গ্রামের ফজলুল হকের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), পুত্র ও পুত্রবধূর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
হামলা চলাকালে তার পুত্র পলাশ মিয়ার স্ত্রী আয়াতুন নেছা (২০) মারামারি ঠেকানোর চেষ্টাকালে তার পরনের সেলোয়ার কামিজ ও শাড়ি টানা-হেচড়া করে শ্লীলতাহানিসহ তাকে বেধড়ক মারপিট করে হামলাকারীরা।
এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে দোয়ারাবাজার থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী ফজলুল হকের স্ত্রী আনোয়ারা বেগম। আসামিরা হলেন- একই গ্রামের মতিন মিয়ার ছেলে মরম আলী (৪০), জাকির হোসেন (৫৫), ছিদ্দিক আলী, ফারুক মিয়া (১৮) ও তাদের পিতা মতিন মিয়া (৭০)।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামি পক্ষের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল বাদীপক্ষের। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে বিবাদীগণ পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা, লোহার বড়, দা, চাপাতিসহ দেশিয় অস্ত্র নিয়ে- বাদীপক্ষের বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। এক পর্যায়ে সেখানে পাকা ঘর তৈরির চেষ্টাকালে বাদীনি আনোয়ারা বেগম নিষেধ-বাধা দিলে তার ওপর হামলা চালানো হয়। এ সময় তার পুত্র পলাশ ও তার ছেলে সফর আলী (২০) এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে আসামিরা। হামলা চলাকালে বাদীর পুত্রবধূ আয়াতুন নেছা মারামারি ঠেকানোর চেষ্টা করলে উল্টো তার পরনের সেলোয়ার কামিজ ও শাড়ি ধরে টানা-হেচড়া করে শ্লীলতাহানিসহ বেধড়ক মারপিট করা হয়।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/পল্লব-১২