নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মহাতাঁবু জলসার মধ্য দিয়ে চতুর্থ উপজেলা স্কাউটস সমাবেশ সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সকালে অংশগ্রহণকারী স্কাউটদের মধ্যে সনদ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।
এবার সমাবেশে উপজেলার ৩২টি দলে ১৯২ জন স্কাউট অংশ নিয়েছে।
এর আগে গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাঠালতলী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন।
বাংলাদেশ স্কাউটস্ বড়লেখা উপজেলার যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন ও পাথারিয়া মুক্ত স্কাউটস্রে সম্পাদক জাফর আহমদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চতুর্থ উপজেলা স্কাউটস সমাবেশের পৃষ্টপোষক তরুণ সমাজসেবক জাকির হোসেন জুমন, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান স্কাউটার রিংকু রঞ্জন দাস, বাংলাদেশ স্কাউটস্ বড়লেখা উপজেলার সম্পাদক রিয়াজুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস্ বড়লেখা উপজেলার সাবেক সম্পাদক লুৎফর রহমান চুন্নু, বাংলাদেশ স্কাউটস্ বড়লেখা উপজেলার কমিশনার প্রতাপ কুমার দত্ত প্রমুখ।
এর আগে গত ২৬ এপ্রিল চতুর্থ উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু