ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় হাজী কালা মিয়া (৬০) নামে এক পথচারী নিহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের কাঠলতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হাজী কালা মিয়া উপজেলার পশ্চিম নসরতপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার (ওসি) নাজমুল হক কামাল।
তিনি জানান, হাজী কালা মিয়া নামে ওই ব্যক্তি বাজারে প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় মহাসড়ক দিয়ে চলাচলকারী একটি দ্রæতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
এছাড়াও ঘাতক বাসটিকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
সিলেটভিউ২৪.কম/জাকারিয়া/মাহি-১২