হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে ধানকাটার সময় বজ্রপাতে এক  ব্যক্তি নিহত  হয়েছে। নিহত ব্যাক্তির নাম সৌরভ দাস (২০)। সে বানিয়াচং উপজেলার ১২ নম্বর সুজাতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের ধনঞ্জয় দাসের পুত্র।

বুধবার (৩ মে) বিকাল ৩ টায় বজ্রপাতের ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সৌরভ দাস একজন কৃষি শ্রমিক।


ঘটনার সময় সে অন্যান্য শ্রমিকদের সাথে গ্রামের পাশেই আমড়াতলীর হাওরে দিন মজুরীতে ধান কাটছিল। বুধবার বিকাল ৩টার সময় হালকা বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রাঘাতে ওই ব্যক্তি গুরুতর আহত হয়। চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৌরভ দাসকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। নিহতের পরিবারকে সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/জেসি/পিডি