যুক্তরাজ্যের কভেন্ট্রি শাখার সভাপতি হলেন সিলেটের আহমদ আল কবির। সোমবার (১৫ মে) যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ ও সাধারণ সম্পাদক নেহাল হাসান (সজীব ভূইয়া) স্বাক্ষরিত সংগঠনের বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

ছাত্রলীগ নেতা ইমন আহমদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আহমদ আল কবির দেশে থাকাকালীন সিলেট মহানগর ছাত্রলীগের বৃহত্তর জেলরোড ইউনিটে সক্রিয় ছিলেন। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি পিযুষ কান্তি দে’র সমর্থকদের সমন্বয়ে গঠিত জেলরোড ইউনিটের প্রধান মহানগর ছাত্রলীগ নেতা এমদাদুল হক মান্না’র নেতৃত্বে রাজনীতি করেছেন।


প্রবাস জীবনে তিনি ২০২০ সালে যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটিতে হেলথকেয়ার ম্যানেজমেন্ট সাবজেক্টে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হন এবং সফলভাবে গ্র্যাজুয়েশন শেষ করেন। পাশাপাশি যুক্তরাজ্যের কভেন্ট্রিতে ছাত্রলীগকে সুসংগঠিত করতে সক্রিয়ভাবে কাজ করেছেন।

নবগঠিত কমিটিতে অন্যদের মধ্যে স্থান পেয়েছেন জ্যেষ্ঠ সহ-সভাপতি সুয়েব আহমেদ কামিল, সাধারণ সম্পাদক হাসিন আরেফিন রাকি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম সাগর, সাংগঠনিক সম্পাদক, আল শাহরিয়ার মাহমুদ নোবেল, সাংগঠনিক সম্পাদক-২ মো. তারেকুর রহমান।

অন্যদিকে, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ পৃথক এক বিজ্ঞপ্তিতে যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ ও সাধারণ সম্পাদক নেহাল হাসান (সজীব ভূইয়া)’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। 


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর