দেশে-বিদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি ভাষা ও সাহিত্যে অধ্যাপনায় ২০২৫ সালে ৪৬ বছরে ঢুকলাম, আলহামদুলিল্লাহ। বিদেশে পড়িয়েছি মোট ১৪ টি দেশের শিক্ষার্থীদের। এ দীর্ঘ দিনের শিক্ষকতায় সমাজে বা দেশে দেশে উল্টা-পাল্টা ও নীতি-বহির্ভূত যে সমস্থ কার্যকলাপ প্রত্যক্ষ করেছি, তার বিরুদ্ধে কথাবার্তা বলতে বলতে মুখের ভাষা অনেকটাই তেতো হয়ে পড়েছে। এ কারণে মিষ্টি-মধুর কথা অনেক সময়ই মুখে আসতে চায় না। তাই, সম্মানিত ও সুপ্রিয় পাঠক-পাঠিকাবৃন্দের নিকট আগে-ভাগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
পত্রিকা পড়ার সময় পাই খুব কম, আর ঠিভি তো নেই-ই। তবে মাঝে মধ্যে ইউটিউব খুলি। কিন্তু যা শুনি, পরে প্রমানিত হয়, তার ৫০% ভাগই ডাহা মিথ্যা।
গতকাল রাতের কথা। একজন আলেম ওয়াজ করছেন, বলছেনঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি কোন্ দিন বলেছেন=ধর্ম-ভিত্তিক রাজনীতি চলতে পারে না, কারণ, চির আধুনিক মহা বিজ্ঞান-গ্রন্থ আল-র্ক্বোআনে নাকি রাজনীতি নেই! তো আলেম সাহেব জোর গলায় ফতোয়া/ঘোষণা দিচ্ছেন=মির্জা সাহেব একজন কাফের, মুর্তাদ, বেইমান, মুনাফেক, জাহিল, মুর্খ। আমি খুব মন দিয়ে শুনলাম, আর ভাবলাম, আমাকে লিখতেই হবে। যদি ফখরুল সাহেব ঐ রকম বলেই থাকেন, তা হলে আলেম সাহেবের সব ফতোয়াই ২০০% সঠিক। এ রকম মুর্খ ব্যক্তি ন্যূনতম ক্ষমতা পেলেও দেশ চালাবে কী করে? বরং বাজাবে, দেশের ১৪ টা।
আমার কথা; না, র্ক্বোআনের কথাঃ গোটা কালামে পাক আল-র্ক্বোআন রাজনীতিতে ভরপুর। উদাহরনের সংখ্যা হাজারো-লাখো।
একেবারে (র্ক্বোআন-প্রারম্ভের গোড়াতেই, অর্থাৎ) সূরাহ বাক্বারার প্রথম দিকেই রয়েছে; আল্লাহ রাব্বুল আ’লামীন ফেরেশÍাদের সাথে পরামর্শ করছেন, তাদের মতামত নিচ্ছেন (যদিও এগুলোর কোন প্রয়োজন আল্লাহর নেই, বরং মানবমÐলীকে পরামর্শ করে কাজ করার শিক্ষা দেয়া এবং ফেরেশÍাদের জ্ঞানের সীমাবদ্ধতা প্রমান করাই এখানে মহান রব্বের উদ্দেশ্য)ঃ আমি পৃথিবীতে আমার ’খলিফা’ পাঠাব, অর্থাৎ, মানবকুলকে সৃষ্টি করে তাদেরকে পৃীথবীতে পাঠাব আমার ’খলিফা’ (প্রতিনিধি) হিসেবে।
এখানেই তো পেয়ে গেলেন ’খলিফা’ বা আল্লাহর ’প্রতিনিধি’ বা দুনিয়াতে আল্লাহর পাঠানো ’রাজা’। রাজনীতির ঠেলা বা খেলা দিয়েই তো পবিত্র র্ক্বোআন আরম্ভ বা শুরু। এবার গোটা র্ক্বেআনে কেমন রাজনীতি আছে, চিন্তা করতে পারবেন? আর ঐ জন্যই প্রাচীন রাজা-বাদশাহগণ নিজেদেরকে ঐশ^রিক ক্ষমতাপ্রদত্ত মনে করতেন।
র্ক্বোআন পড়বেন না, র্ক্বোআন বুঝবেন না, র্ক্বোআনের জ্ঞান হাসিল করবেন না, র্ক্বোআন নিয়ে গবেষণা করবেন না, এমনিতেই মুর্খ থেকে হয়ে গেলেন নেতা। আপনি আংশিক কোন ক্ষমতা পেলেও বাংলাদেশ চালাবেন কী করে? আপনার জন্ম নেয়ার কথা ছিল চীনে বা আমেরিকায়, অন্ততঃ বাংলাদেশে নয়।
ইউটিউবের ঐ আলেমের ঘোষণা যদি সত্য হয়, তা হলে আপনি সত্যিই একজন কাফের, মুর্তাদ, বেইমান, ফাসেক্ব, মুনাফেক্ব, জাহিল, মুর্খ ইত্যাদি সবই। আল্লাহর ঘোষণাঃ “আমি তোদেরকে দেখেই ছাড়ব”।
ফখরুল সাহেব, হিসাবে ভুল করবেন না। আমি কিন্তু কোন আলেম নই, রাষ্ট্রনীতিবিদও নই। আমি আপাদমস্তক এবং আজীবন ইংরেজির একজন ছাত্র এবং শিক্ষক-গবেষক। প্রয়োজনে ইংরেজি সাহিত্য দিয়েই আমি প্রমান করে দেব, আপনি কত মস্থ বড় একজন আহ্মক! ভাবতে লজ্জা হয়ঃ আপনি নেতা হলেন কী করে?
এতদিন যে ভাবেই হোক, আপনার প্রতি আমার একটু শ্রদ্ধাবোধ ছিল। আজ, সব শেষ হয়ে গেল।
শুনেছি, আপনি একসময় একজন প্রফেসর ছিলেন। জানেন কি, ‘প্রফেসর’ শব্দের অর্থ কী? যিনি ‘প্রফেস’ বা প্রচার করেন, তিনিই হলেন ‘প্রফেসর’। এবার আপনাকে উদ্দেশ্য করেই কয়েকটি প্রশ্ন রাখছিঃ
প্রথম ফেরাঊন কে ছিলেন?
সর্বশেষ ফেরাঊন কে?
ফেরাঊনের সংখ্যা কত হবে?
নমরূদ কত বছর রাজত্ব করেছিল?
কোন্ রাজা সর্বপ্রথম রাজমুকূট বানিয়েছিলেন এবং পরিধানও করেছিলেন?
মূসা আঃ এর সময়ে যে ফেরাঊন ছিল, তার নাম কী ছিল?
নারি-ফেরাঊনের সংখ্যা কত হতে পারে?
জিহাদের সজ্ঞা কী?
কোন্ জাতির প্রতি সবচেয়ে অধিকসংখ্যক নবী-রাসূল প্রেরিত হয়েছিলেন?
অমুসলিমের বিরুদ্ধে যুদ্ধে বিশ^-মুসলিম এক হয় না কেন, এখানে কি র্ক্বোআনিক কোন বাধা আছে?
ইসলামিক দৃষ্টিকোন থেকে যুদ্ধের কোন প্রয়োজন আছে কি না?
কোন্ ২ জন মুসলিম রাজা নবুওতির মো’জেযাহর বলে গোটা বিশ^ শাসন করেছিলেন?
ব্যবিলনের শুন্যোদ্যান কোন্ বাদশাহ নির্মান করেছিলেন?
কোন্ বাদশাহ হেলিকপ্টরে করে সর্বপ্রথম আকাশে উঠেছিলেন?
কোন্ বাদশাহ ৬৯ বছর রাজত্ব করেছিলেন?
কোন্ নবীর নাম আল-র্ক্বোআনে সবচেয়ে অধিক এসেছে?
কোন্ নবীর নাম র্ক্বোআনে সবচেয়ে কম এসেছে এবং কতবার?
কোন্ নবীর নাম আল-র্ক্বোআনে ৬৯ বার এসেছে?
বনায়ন বা সবুজ-বিপ্লব কোন্ নবীর হাত দিয়ে আরম্ভ হয়েছে?
ইঞ্জিনিয়ারিং-বিদ্যা কোন্ নবীর মাধ্যমে আরম্ভ হয়েছে?
ওয়েল্ডি-বিদ্যা কোন্ নবীর মাধ্যমে আরম্ভ হয়েছে?
পিতলের ডেগ-ডেকচি বানানো কোন্ নবীর হাত দিয়ে শুরু হয়েছিল?
কোন্ কোন্ নবী একই সাথে রাজাও ছিলেন?
আল-র্ক্বোআনের কোন্ কোন্ সূরায় যুদ্ধ ও সন্ধির কথা অধিক এসেছে?
অমুসলিমদের সাথে যুদ্ধে আগে-ভাগে সন্ধির প্রস্তাব দেয়া র্ক্কোআন অনুমোদন করে কি না?
ইসলামি রাষ্ট্র-ব্যবস্থায় অমুসলিমের পূর্ণ অধিকার কী ভাবে সংরক্ষিত হয়?
ইসলামি ব্যাঙ্কিং এর রূপরেখা কী কী?
ইসলামি অর্থ-ব্যবস্থা কল্যান-রাষ্ট্রের জন্য কেন জরুরি?
‘রাজা’ এবং ‘রাজত্ব’ - এ দু’ শব্দের র্ক্বোআনিক প্রতিশব্দ কী কী?
‘গণতন্ত্র’ ও ‘রাজতন্ত্র’ - র্ক্বোআন ও নবীজির সূন্ন্াহ অনুযায়ী কোনটি আগে?
বদরের যুদ্ধে যাওয়ার পূর্ব-মূহুর্তে আবুজাহিল কা’বা শরীফের দরজার উপরের পাকা অংশ ধরে আল্লাহর কাছে কী দোয়া করেছিল?
আবু লাহব কি বদরের যুদ্ধে অংশ গ্রহন করেছিল?
এর কয় দিন পর তার মৃত্যু হয়?
নবীজির আমলের ফেরাঊন কে বা কে কে ছিল?
বর্তমান বিশে^ ফেরাঊন আছে কি?
বর্তমান সময়ে ফেরাঊন কাকে বলে?
‘নমরূদ’ নাম বা শব্দটির অর্থ কী?
কার দোয়ায় ‘এ্যরন’ বা হারুন আঃ কে আল্লাহ নবী বানিয়েছিলেন?
হযরত শোয়াঈব আঃ এর সাথে মূসা আঃ এর সম্পর্ক কী ছিল?
‘র্ক্বোআন’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
মরা মাছ খাওয়া হালাল কেন?
নমরূদ স্বীয় জুতার বাড়ি খেয়েছিল কত বছর?
কী ভাবে তার মৃত্যু হয়েছিল?
মা হাজেরার পূর্ব পরিচয় কী ছিল?
আজরাঈল আঃ ৪র্থ আসমানে কোন্ নবীর জান কবজ করেছিলেন, এবং ৪র্থ আসমানে কেন?
আমাদের নবী করীম সঃ জিব্রাঈল আঃ কে কয় বার তাঁর আসল সূরতে দেখেছিলেন?
নূহ আঃ এর ৩ তলা জাহাজ বন্যা শেষে কোন্ দেশের কোন্ পাহাড়ে গিয়ে ভিড়েছিল? অদ্যাবধি কি ওখানে তার কোন ধ্বংসাবশেষ বিদ্যমান আছে?
‘ফেরাঊন’ নামটি মূলে প্রকৃতপক্ষে কিসের নাম ছিল? এটা পরবর্তীতে বাদশাহদের উপাধি হল কী করে?
শয়তানের (ঝধঃধহ) সংসদভবনের নাম কী?
তড়িৎ সময়ে আদম-হাওয়ার পৃথিবীতে নামার নির্দেশের সর্বশেষ কারণ কী? তারা দুনিয়াতে এসে প্রথম ৬ মাস কী খেয়েছেন?
জান্নাতে নহর/নদী/ঝর্ণা রয়েছে মোট কয়টি? ওগুলোর উৎপত্তি কোথায়, মিশেছে গিয়ে কোথায়?
মির্জা ফখরুল ভাই, বয়সে আপনি কিছুটা হলেও আমার বড়। ‘বিএনপি’-র জন্য আপনার ত্যাগ দীর্ঘ ও অসামান্য। শ্রদ্ধা করি ও ভালবাসি বলেই এত কথা। ‘প্রফেসর’ শব্দের বাংলা এক অর্থ হচ্ছে ‘পাবলিক টীচার’, যেহেতু তিনি প্রচার করেন। এ দিকে একটু খেয়াল রাখবেন, এ অনুরোধটুকু করি।
প্রসঙ্গক্রমে একটু রসের কথা বলি। সেদিন আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। বাজারে এক রড-সিমেন্টের দোকানে বসে চা খাচ্ছিলাম। অনেক পুরনো বড় দোকান। ম্যানেজার একজন হিন্দু ভদ্রলোক। আমার দীর্ঘ দিনের পরিচিত। হঠাৎই উনি বলে উঠলেন, “স্যার, হাসিনা এখন যে বিফদো ফড়্ছে, ‘খত্মে ইউনূস’ ফড়া ছাড়া তার সামনে আর কোন ফত খোলা নাই। কিন্তু ফড়্ত ফারের না খেনে জানইন নি স্যার? যেগুর ডরে ফড়্ত, হিগুর নামও ‘ইউনূস’। কী বিফদ দেখউক্কা স্যার”। আমি শুনে হতবাক।
লেখকঃ প্রফেসর ড. মোঃ আতী উল্লাহ (বিসিএস, পিএইচডি-ইংলিশ), একমাত্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়েই ২৮ বছর; প্রতিষ্ঠাতা ও সাবেক ২৪ বছরের বিভাগীয় প্রধান।