সরকারিভাবে সুইডেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও সুইডেনে স্হায়ীভাবে শহীদ মিনার নির্মাণ প্রসঙ্গে সংসদ সদস্য ও ডেপুটি মেয়র আন্দ্রেস অস্ট্রাবারী ও সংসদ সদস্য মার্কুসের সাথে সুইডেন আওয়ামী লীগের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। 

সুইডেন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির ও  সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি সিরাজুল হক খান রানা ,যুগ্ন সাধারণ সম্পাদক বজলুলবারী মাসুম ,সহ প্রচার সম্পাদক আফছার আহমেদ ,শিল্প ও বাণিজ্য সম্পাদক জামাল মিয়া ,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসিম আহমেদ ও সুইডেন যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ।


এসময় সংসদ সদস্য ও ডেপুটি মেয়র আন্দ্রেস অস্ট্রাবারীকে প্রশ্ন করা হ-য় সুইডেনে পুলিশ পাহারায় বিতর্কিত ডেনিস নেতা রাসমুস পালুদা কেন বার বার আমাদের পবিত্র ধর্ম গ্রন্থ আলকোরান পোড়ানো ও অবমাননা করছেন? তার বিরুদ্ধে কি সরকারী কোন পদক্ষেপ নেয়া হবে?

উত্তরে তিনি বলেন- সে একটি উন্মাদ ,সে এটি করতে পারে না আমরা তার কর্ম কান্ড সমর্তন করি না ।থাকে আর কখনও সুইডেনে কোরআন পোড়ানোর অনুমতি দেয়া হবে না ।

এছাড়া ও উভয় সংসদ সদস্য জানালেন- আগামী ২১ শে ফেব্রুয়ারী সুইডেন সিটি হলে প্রথমবারের মত সরকারীভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের উদ্যোগ নেয়া হয়েছে এবং অচিরেই সুইডেন স্থায়ী শহীদ মিনার নির্মাণ করে দেয়া হবে ।

সিলেটভিউ২৪ডটকম / ডি.আর