মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কর্মরত চার বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আভিযানিক কার্যক্রম পরিচালনার সময় বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়ি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলা চালালানো হয়। এতে তারা গুরুতর আহত হন।


আহত শান্তিরক্ষীরা হলেন মেজর আশরাফুল হক, সৈনিক জসিম উদ্দিন, সৈনিক জাহাঙ্গীর আলম এবং সৈনিক শরীফ হোসেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত শান্তিরক্ষীদের অনতিবিলম্বে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য বুয়ারে স্থানান্তর করা হয়েছে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অন্যান্য শান্তিরক্ষীরা নিরাপদে রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১৬


সূত্র : ঢাকাপোষ্ট